adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ১২ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী

mobileনিজস্ব প্রতিবেদক : দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। যেখানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি। মোবাইল অপারেটরদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য প্রকাশ করেছে।
তথ্য মতে, ডিসেম্বরের শেষে দেশের মোবাইল ফোন সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩ লাখ ৫০ হাজার। এক মাস আগে নভেম্বরের এই সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ। যথারীতি গ্রাহক সংখ্যায় এগিয়ে গ্রামীণ ফোন। বিটিআরসির তথ্য মতে, গ্রামীণফোনের অ্যাক্টিভ সিম ৫ কোটি ১৫ লাখ।
কত কয়েক মাসে এয়ারটেলের গ্রাহক কমলেও ডিসেম্বরে বেড়েছে। বিটিআরসির মতে, এই সংখ্যা ৭৫ লাখ ৫ হাজার। গ্রাহক বেড়েছে বাংলালিংক, রবি এবং টেলিটকেরও। তবে আলোর মুখ দেখেনি সিটিসেল। ধারাবাহিকভাবে তাদের গ্রাহক কমেছে। ডিসেম্বরে তাদের গ্রাহক সংখ্যা ১২ লাখ ৯৩ হাজার।
ডিসেম্বরে বাংলালিংকের ৩ কোটি ৯ লাখ,  রবি ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার এবং টেলিটকের ৩৮ লাখ ৬০ হাজার গ্রাহক ছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া