adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে হ্যাট্রিক জয় তৃণমূল কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক জয় নিশ্চিত করলো ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ২৯২ আসনের মধ্যে ২১৩টিতে জয় তাদের। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র দল বিজেপির ঘরে ৭৭টি আসন। তবে বিশাল চমক নন্দীগ্রামে ফল নাটকীয়তা। হেরে গেছেন মমতা ব্যানার্জি।

প্রথমে মমতাকেই বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। জানানো হয়, অতীত শিষ্য এবং বিজেপি’র প্রার্থী শুভেন্দু অধিকারীর তুলনায় ১২শ’ ভোট বেশি পেয়েছেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই ঘোষণা আসে- ১৯শ’ ৫৬ ভোটের ব্যবধানে জিতেছেন শুভেন্দু। তাতে ক্ষুব্ধ মমতা কারচুপির অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুমকি দেন।

এ পরিস্থিতিতে ইসি জানায়, রিটার্নিং অফিসার চাইলে ভোট পুনরায় গণনা হতে পারে। কিন্তু কিছুক্ষণ পর আবারও শুভেন্দুকে বিজয়ী এবং ভোট পুর্নগণনা হবে না বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

ভারতের সংবিধান অনুসারে, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যাকে দলনেতা নির্বাচিত করবেন তিনিই হবেন মুখ্যমন্ত্রী। সেদিক দিয়ে মমতার মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা নেই। তবে দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে মমতাকে কোনো আসন থেকে জয়ী হয়ে আসতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া