adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে হারের বৃত্ত ভাঙল কলকাতা নাইটরাইডার্স

স্পাের্টস ডেস্ক : টানা চার ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রতিপক্ষকে অল্প রানেই বেধে রাখে দলটি। পরে অধিনায়ক ওয়েন মরগানের ব্যাটে তুলে নেয় স্বস্তির এক জয়।

সোমবার পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিয়েছে দলটি। তারা আট নম্বর থেকে উঠে গেছে পাঁচে। পাঞ্জাব ছিটকে গেছে ছয় নম্বরে।

৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট কলকাতার। সমান ম্যাচে সমান পয়েন্ট পাঞ্জাবের। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস আছে শীর্ষে।

টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি। কলকাতা যা ৫ উইকেট হাতে রেখে ১৬.৪ ওভারেই টপকে যায়।

যদিও মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল কলকাতা। রাহুল ত্রিপাঠি ও মরগানের দৃঢ়তায় অবশ্য জয় ‍তুলে নেয় দলটি। ৩২ বলে ৭ চারে ৪১ রান করেন ত্রিপাঠি। মরগান ৪০ বলে অপরাজিত ৪৭ রান করেন ৪ চার ও ২ ছক্কায়।

এর আগে পাঞ্জাবের পক্ষে মায়াঙ্ক আগারওয়াল সর্বোচ্চ ৩১ ও ক্রিস জর্ডান ৩০ রান করেন। কলকাতার পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা সর্বাধিক ৩ উইকেট নেন। প্যাট কামিন্স ও সুনিল নারিন নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন মরগান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া