adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ পাস রিয়াদ স্কুলে

image_62089_0রিয়াদ:  বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদের (বাংলা শাখা) শিক্ষার্থীরা এবারের জেএসসি ও পিএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে। স্কুলটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।

এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ১২০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ৬৫ জন ছাত্রী। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সবাই নিয়মিত।

অন্যদিকে পিএসসিতে মোট ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৭ জন ছাত্র ও ৮৬ জন ছাত্রী। বাকিরা  অংশ নেয়নি।

পরীক্ষায় অংশ নেয়া সবাই ভালো ফল অর্জন করেছে।

রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের  প্রিন্সিপাল বদরুল আলম প্রতিক্রিয়া জানাতে গিয়ে নতুন বার্তা ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা  মনোযোগ দিয়ে পড়াশোনা করায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের উৎসাহিত করেছে, দূতাবাস আমাদের সহযোগিতা করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ।” ভবিষ্যতেও এই সাফল্য ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পিএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ছাত্রী তাসনিম আল আকসিরের বাবা আকসিরুর রহমান নতুন বার্তা ডটকমকে বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি অনেক আনন্দিত। ভবিষ্যতেও সে ও তার সহপাঠীরা ভালো ফল করবে, এটাই প্রত্যাশা করি।”

অন্যদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জেদ্দার (বাংলা শাখা) পাসের হারও শতভাগ। এই সাফল্যে উল্লসিত শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকরা। জেদ্দার স্কুলটি থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ১৬৫ জন ছাত্রছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া