adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাড়া নিয়ে বিরোধের জেরে নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় বাসচালকের লাইসেন্স বাতিল চায় র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : ভাড়া নিয়ে বিরোধের জেরে বাস থেকে নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাসচালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স বাতিলের আবেদন করবে র‌্যাব। এছাড়া বাসটির রুট পারমিট যাচাইয়ে বিআরটিএ’তে চিঠি দেবে বাহিনীটি।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলেন এই তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনার দিন বাকপ্রতিবন্ধী ওই নারীর (মোসা. শিল্পী মিষ্টি) কাছে বাস ভাড়া চান চালকের সহযোগী (হেলপার) নাহিদ। এসময় ওই নারী কলম এবং কাগজে লেখে জানান তার কাছে যথার্থ পরিমাণ বাসভাড়া নেই। কম ভাড়া থাকায় তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দেয়া হয়। যার নির্দেশ দেন বাসটির চালক সবুজ মিয়া।

ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী ভিডিও করলে র‌্যাব তাদের ধরতে অভিযানে নামে। পরে গতরাতে কেরানীগঞ্জ থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাকপ্রতিবন্ধী নারীর স্বজন বাদী হয়ে একটি মামলা করেছেন।

আশিক বিল্লাহ জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও তা চালক-হেলপার কেউই জানত না। তারা রাতে বাসটি ডিপোতে রেখে স্বাভাবিকভাবেই ছিলেন।

চালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স হালকা যানের থাকলেও ভারী যান (বাস) চালাতেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া