adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অচেনা রুপে চেনা এফডিসি

image_68160_0 (1)ঢাকা: বাংলাদেশ ফ্লিম ডেভেলাপমেন্ট কর্পরেশনের (এফডিসি) চিরচেনা সেই ব্যাস্ত রুপ এখন যেন শুধুই অতিত। টানা অবরোধের কারণে সেখানেও নেমেছে স্থবিরতা। নেই কোন কাজের চাপ। নেই হিরো-হিরোইনদের উপস্থিতি। সবমিলে মনে হয় এ যেন এক অচেনা রুপের এফডিসি।

বৃহষ্পতিবার সকালে সরেজমিনে এফডিসিতে যেয়ে দেখা যায় নেই কোন তারকাদের উপস্থিতি। রয়েছে শুধু এফডিসির নিজস্ব কিছু  কর্মচারী। যারা কিনা সময় কাটাচ্ছেন হসি-ঠাট্টা করে।

এফডিসির পুরো চত্ত্বর ঘুরে দেখা যায় শুধু মাত্র ডিজিটাল হলের সামনে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘এ্যাকশন জেসমিন’ ছবির শুটং হচ্ছে। এছাড়া অন্যসব ফ্লোর একদমই ফাঁকা। এর মধ্যে হটাৎ দেখা যায় একজন নারী পুলিশ। যিনি কিনা দেখতে অন্যসব নারী পুলিশের মত না। হাটা চলা ও চুল ঝাকানোর বাহার দেখে কাছাকাছি যেতেই দেখা যায় সে আর কেউ না সে বাংলা চলচ্চিত্রের নাকিয়া ববি। এ্যাকশন জেসমিন ছবির একটি গুরুত্বর্পূণ দৃশ্যের সুটিং করতে এসেছেন তিনি। তবে তার পাশে নেই কোন উৎসুক দর্শক।  

এফডিসির পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন বলেন, হরতাল-অবরোধের কারণে কাজ নাই এফডিসিতে। নিরাপত্তা জনিত কারণে পরিচালকরা নতুন কোন ছবির সুটিং শুরু করতে পারছেন না। এমন কি আমি নিজেও পারছি না। এ মাসের প্রথমেই আনিসুল হকের চিত্রনাট্যে আসল মানুষ চাই নামের একটি ছবির সুটিং শুরু হবার কথা ছিল। কিন্তু চলমান রাজনৈতিক সংকটের কারণে শিডিউল দিতে পারছে না অভিনেত-অভিনেত্রীরা। তবে খুব শীঘ্রই এই সংকট নিরসন হবে এবং এফডিসি ফিরে পাবে তার চির চেনা ব্যাস্ত সেই রূপ। এমন  আশা ব্যাক্ত করেন তিনি।

এফডিসির ভিতরের রেস্টুরেন্টটিতেও নেই কোন তারকা বা পরিচালকের ভীড়। আছে কিছু সাধারণ কর্মচারী। চা খেয়ে সময় কাটাচ্ছেন তারা। রেস্টুরেন্টের মালিক রুবেল জনান, টানা অবরোধের কারনে ধীরে ধীরে স্থবির হয়ে আসছে এফডিসি। কয়েক দিন যাবৎ তেমন কোন তারকাকেও দেখা যায়না ।

রুবেল বলেন, ‘এমনি সময়ে আমার রেস্টুরেন্টে অন্তত দুই পাচঁ জন তারকা থাকে। কিন্তু এই হরতাল অবরোধের কারনে এখন আর তারা আসেন না। তাই নেই তেমন বেচা-কেনা।’

এই সব কিছু মিলে এখন আর নেই এফডিসিতে আগের মত ঝুমুড়ের ঝনঝনানি, কোলাহল বা উৎসুক জনতার ভীড়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া