adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মহাবিপর্যয়, জিমেইলসহ গুগলের সব সেবা ভেঙে পড়েছে

ডেস্ক রিপাের্ট : মহাবিপর্যয়ে পড়েছে প্রযুক্তি জগতের মোড়ল গুগল। জিমেইল, ইউটিউবসহ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা বন্ধ হয়ে গেছে।

এটা গুগলের ইতিহাসে স্মরণকালের মহাবিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে। কারণ এর আগে নিকট অতীতে জিমেইল ও ইউটিউব একসঙ্গে বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি। মাঝে মধ্যে জিমেইলে সমস্যা হলেও তা অল্প সময়েই সমাধান হয়ে গেছে।

জিমেইল খুলতে গেলেই ‘টেম্পোরারি এরর” লেখা দেখাচ্ছে। সঙ্গে বার্তা আসছে- “We’re sorry, but your account is temporarily unavailable. We apologise for the inconvenience and suggest trying again in a few minutes. You can view the G Suite Status Dashboard for the current status of the service.”

এছাড়া সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিশ্বজুড়ে কাজ করছে না গুগলের ভিডিও সেবা ইউটিউব। সেখানে বার্তা আসছে- ‘কিছু একটা সমস্যা হয়েছে (Something went wrong…)’। ইউটিউবে অ্যাকাউন্টে লগ ইন করে প্রবেশ করা যাচ্ছে না। তবে অ্যাকাউন্ট ছাড়া ভিডিও দেখা যাচ্ছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এক টুইট বার্তায় ইউটিউব জানিয়েছে, বিভ্রাটের বিষয়টি তারা অবগত এবং সারানোর জন্য কাজ করে যাচ্ছে।

ডাউন ডিটেকটর ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে কাজ করছে না গুগল প্লে, গুগল ম্যাপস, গুগল ডকস, গুগল ক্লাস রুমস, ইউটিউব টিভি, গুগল হ্যাংআউট ও গুগল মিট। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার দেশগুলোতে গুগলের এসব সেবার সমস্যা প্রকট হিসেবে দেখা দিয়েছে।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের দেড়শ’ কোটির বেশি ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া