adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় জনসম্মুখে বোরকা বা নিকাব নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার সরকার জনসম্মুখে বোরকা বা নিকাবের মতো মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করেছে। গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলায় কমপক্ষে ২৫৩ নিহত এবং আরও চার শতাধিক ব্যক্তি আহত হওয়ার পর দেশটির সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। খবর বিবিসির।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, তিনি একটি জরুরি আইন আরোপ করছেন যার ক্ষমতাবলে সোমবার (আজ) থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে।
চেহারার ওপর যেকোনও ধরনের কাপড় যা ‘পরিচিয় নিশ্চিতে বাধার সৃষ্টি করে’ তা জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ হবে বলে জানিয়েছে সিরিসেনার অফিস।
যদিও সরকারি ওই নির্দেশনায় নির্দিষ্ট করে নিকাব ও বোরকার কথা উল্লেখ করা হয়নি। তবে এ দুটি পোশাককে টার্গেট করেই সরকারি ঘোষণা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইস্টার সানডের দিন চার্চ ও হোটেলে ভয়াবহ সিরিজ হামলার পর গত আটদিন ধরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে শ্রীলঙ্কা। ওই ঘটনার পর কয়েক ডজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আরও অনেক জঙ্গি পলাতক রয়েছে।

এর আগে গত সপ্তাহে শ্রীলঙ্কার একজন এমপি নারীদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দেন। তখন তিনি বলেন, নিরাপত্তা জন্য এই পোশাক নিষিদ্ধ করা উচিত।
উল্লেখ্য, শ্রীলঙ্কার দুই কোটি ১০ লাখ জনসংখ্যার প্রায় ১০ ভাগ মুসলিম। তবে দেশটির অল্প সংখ্যক মুসলিম নারী নিকাব বা বোরকা পরিধান করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া