adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক : গত ২০১৭-১৮ মৌসুমে ৩৬ ম্যাচে রেকর্ড ৩২ গোলের নতুন রেকর্ড গড়ে করে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছিলেন মোহাম্মদ সালাহ।

টটেনহাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেনের সঙ্গে গোল প্রতিযোগিতাটা আসরের অন্যতম আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দুইবার গোল্ডেন বুট পাওয়া কেইনকে।

এই মৌসুমে দুইজনের লড়াইটা জমে উঠলেও দুইজনের কেউই গোলদাতাদের তালিকায় ১ নম্বরে নেই। ১২টি করে গোল করে দুজনই আছে তালিকার ২ নম্বরে। দুজনকে টপকে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে গেছেন আর্সেনালের ফরওয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াং।

এখন পর্যন্ত ১৩ গোল করে সালাহ-কেইনদের টপকে উঠে এসেছেন এই আর্মেনিয়ান ফরোয়ার্ড। লিগের শুরুর দিকে ১ নম্বরে ছিলেন কেন। পরে তাকে ছাড়িয়ে গিয়েছিলেন সালাহ। আর তারপর পজিশনটা দখল করে নেন অবামেয়াং।

তবে এই তিনজনের বাইরেও আরেকজন আছেন যিনি গোল্ডেন বুটের যোগ্য দাবিদার- চেলসির মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। তার গোল সংখ্যা ১০। চেলসির প্রাণশক্তি হ্যাজার্ড শুধু নিজেই গোল করছেন না, দলের অন্যদের দিয়েও করিয়ে নিচ্ছেন। এই মৌসুমে সবচেয়ে বেশি এসিস্ট করেছেন হ্যাজার্ড, সর্বোচ্চ নয়টি অ্যাসিস্ট।

এছাড়া ম্যানচেস্টার সিটি তরুণ স্ট্রাইকার রহিম স্টার্লিং এবং এভাটরন ফরোয়ার্ড রিসার্লিসনও পিছিয়ে নেই এই দৌড়ে। এদের দুইজনেরই গোল ৯ করে। তারপর আছেন আগের মৌসুমে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সার্জিও অ্যাগুয়েরো। ইনজুরির কারণে ৮ গোল নিয়ে এবার পিছিয়ে আছেন যদিও। তারপরও যে কোন সময়ই স্বমহিমায় দৃশ্যপটে চলে আসতে পারেন এই আর্জেনটাইন।- গোল ডটকম/ বাংলা ইনসাইডার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া