adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানাতুঙ্গা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন

RANATUNGAস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত ছিল শ্রীলঙ্কা। তবে ভারতের বিপক্ষে 'হতশ্রী' এক শ্রীলঙ্কার দেখা মিলল। তিন ম্যাচ টেস্ট সিরিজের একটিতেও টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি লঙ্কানরা। অসহায় আত্মসমর্পণে হোয়াইটওয়াশ হয়েছে দিনেশ চান্দিমালের দল। ভারতের বিপক্ষে এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন দেশটির কিংবদন্তি সাবেক তারকা অর্জুনা রানাতুঙ্গা।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো খর্বশক্তির দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-৩ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। ম্যাথুজ-চান্দিমালদের এমন পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার খেলা দেখা বন্ধ করে দিয়েছেন বলে চলতি মাসের প্রথম সপ্তাহে বলেছিলেন রানাতুঙ্গা। এবার ব্যর্থতার জেরে চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন তিনি।
মঙ্গলবার এক টুইটবার্তায় রানাতুঙ্গা লেখেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের উচিত হারের দায়ভার গ্রহণ করা এবং পদত্যাগ করা।'
গল টেস্টে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে শুরু করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর কলম্বো টেস্টে ইনিংস ও ৫৩ রানের হার সঙ্গী হয় লঙ্কানদের। সোমবার পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার কাছে ইনিংস ও ১৭১ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জাকে সঙ্গী করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। -ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া