adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘ যেভাবে পরী হলো

PORIবিনােদন ডেস্ক : মেঘ কথা বলতে পারে না। চিকিৎসকের পরামর্শে মা তাকে নিয়ে ঢাকা আসেন। ঘটনাক্রমে মা স্মৃতি হারায়, মেঘ হারিয়ে যায়। অপরিচিত মেঘকে এক সাংবাদিক পরী নাম দিয়ে নিজের কাছে রাখেন। এদিকে মা স্মৃতি ফিরে পেয়ে মেয়েকে খুঁজতে থাকে। মেঘের পরী হওয়ার গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘মেঘ ও পরীর গল্প’ নির্মাণ করেছেন আলী সুজন।

‘মেঘ ও পরীর গল্প’-এ অভিনয় করেছেন রওনক হাসান, দীপা খন্দকার, আলভী, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রিফাত চৌধুরী, ফাহমিদা শারমিন, আফরোজা হোসেন, সাহেলা ইসলাম, এস এম কামরুল বাহার, সুমন আহমেদ বাবু, রফিক উল্লাহ সেলিম, অবিদ রেহান, মমর রুবেল,আমিন শিকদার, সোহেল রানা, শিশুশিল্পী মোহনা প্রমুখ।
নির্মাতা আলী সুজন বলেন, ‘হারিয়ে যাওয়া পরীর মেঘ হয়ে আবারও বাবা-মায়ের কোলে ফেরার সংগ্রামই মেঘ ও পরীর গল্পের মূল উপজীব্য।’
অহনা নাসরিন রচিত নাটকটি প্রযোজনা করেছে অহনা মাল্টিমিডিয়া। রোববার রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে প্রথম পর্ব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া