adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়লে জনগণের ক্ষতি নেই: মুহিত

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের দাম বাড়লে জনগণের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার দুপুরে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিশ্বের মধ্যে বাংলাদেশে বিদ্যুতের দাম সবচেয়ে সস্তা বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ ক্ষেত্রে এতদিন ভর্তুতি দিয়ে আসছে। দাম বাড়ানোর ফলে ভর্তুতির পরিমাণ কমবে। তবে জনগণের কোনো ক্ষতি হবে না।বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে গ্যাসের দাম বাড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিদ্যুতের সঙ্গে গ্যাসের কোনো সম্পর্ক নেই। তবে নতুন নতুন গ্যাসক্ষেত্র না পাওয়া গেলে গ্যাসের দাম বাড়বে।বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষিতে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, কৃষি বা  সার কিছুতেই বিদ্যুতের প্রভাব পড়বে না।এর আগে মন্ত্রী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া