adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপার টেনে সুপার হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 
দলীয় ১৬ রানে তিন উইকেট পতনের পর মুশফিক ও এনামুল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৫১ রানে সাজঘরে ফেরেন এনামুল। এরপর ৮ রানের ব্যবধানে আরো ৩ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। সবশেষ ৯৮ রানে দশম উইকেটের পতন ঘটে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চার ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্যামুয়েল বদরি এবং তিন উইকেট নেন স্যান্তোকি। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৭১ রান সংগ্রহ করে। ডোয়াইন স্মিথ এবং ক্রিস গেইলের ব্যাটিং দৃঢ়তায় ভাল অবস্থানে পৌঁছে যায় ক্যারিবীয়রা। দলের ৯৭ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। পুরো ইনিংসে বাংলাদেশের বোলিং চাপের মধ্যে থাকলেও শেষ ওভারে ৪ উইকেটের পতনে কিছুটা স্বস্তি পায় বোলাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান সংগ্রহ করেন স্মিথ। অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতেই জিয়ার বলে দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে গেইলকে সাজঘরে ফেরালেন তামিম। এরপর আল-আমিন হোসেন ইনিংসের শেষ ওভারে নিয়েছেন তিন উইকেট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া