adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে বাংলাদেশি নারীর ওপর সন্ত্রাসী হামলা

LONDONআন্তর্জাতিক ডেস্ক : পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে (বেথনালগ্রীন পার্কে) প্রবাসী বাংলাদেশি মিনা শনিবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

সম্প্রতি লন্ডনে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গিয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে বেথনালগ্রীনের স্কটিস হাউসের বাসিন্দা মিনা তার সাত বছরের সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে শত শত  মানুষের মাঝে হঠাৎ দুইজন শ্বেতাঙ্গ সন্ত্রাসী মিনা রহমানের উপর অতর্কিত হামলা করে এবং তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। ওই দুই যুবক প্রায় ১০ মিনিট ধরে মিনাকে মারধর করে।

এসময় তার চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসেন। একজনকে ধরে পুলিশে সোপার্দ করা হলেও অন্যজন দৌড়ে পালিয়ে যায়। আহত মিনাকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচন্ড আঘাতের কারণে তিনি কোমর, ঘাড় এবং হাত জখম হয়।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নিকট তরল জাতীয় কিছু পাওয়া গেছে। এ ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে বাঙালী ও মুসলিম সম্প্রদায়ের উপর শারীরিক নির্যাতন সহ নানা ধরনের সন্ত্রাসী হামলা বেড়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া