adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের ইটপাটকেল নিক্ষেপ

image_69973_0ঢাকা: সুপ্রিমকোর্টে মহিলা যুবলীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। মহিলা আওয়ামী লীগ গেটের বাইরে অবস্থান করছে। অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীরা রয়েছেন সুপ্রিমকোর্টের ভেতরে।  
সোমবার বেলা পৌনে ১২টার দিকে মহিলা যুবলীগের সভাপতি নাজমা আক্তার, সিনিয়র সহ-সভাপতি ফরিদা আক্তার এবং সেক্রেটারি অ্যাডভোকেট অপু উকিলের নেতৃত্বে সুপ্রিমকোর্ট এলাকায় মিছিল করে মহিলা যুবলীগ কর্মীরা। এ সময় কোর্টের ভেতরে বিক্ষোভ মিছিল করছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। এক পর্যায়ে মহিলা যুবলীগ তাদের মিছিল নিয়ে সুপ্রিমকোর্টের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু সুপ্রিমকোর্টের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি।
এরপর তারা পিছু হটে বাইরে থেকেই বিএনপিপন্থি আইনজীবীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এর জবাবে সুপ্রিমকোর্টের ভেতর থেকে বিএনপিপন্থি আইনজীবীরাও মহিলা যুবলীগ কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
বেলা ১২টার দিকে মহিলা যুবলীগ কর্মীদের সঙ্গে যুক্ত হয় ছাত্রলীগ কর্মীরা। এ সময় তাদের হাতে লাঠি, জুতা ও ইট দেখা যায়। তারা সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে এসে ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইরে থেকে ইট ও জুতা নিক্ষেপ করতে থাকে। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে সরে গিয়ে সভাকক্ষে তাদের আলোচনা সভায় যোগ দেয়ার জন্য চলে যান।
এর কিছুক্ষণ পর সুপ্রিমকোর্ট এলাকায় দায়িত্বরত সাংবাদিকদের মহিলা যুবলীগের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘কোর্টপ্রাঙ্গণ থেকে সন্ত্রাসীদের সরিয়ে দেয়া না হলে আমরা ভেতরে ঢুকতে বাধ্য হবো।’উল্লেখ্য, গতকাল রোববার বিকেলের দিকে পুলিশের উপস্থিতিতে সুপ্রিমকোর্টে গেট খুলে ভেতরে ঢুকে আইনজীবীদের ওপর হামলা করে আওয়ামী লীগ কর্মীরা। এসময় তারা হাইকোর্ট চত্বরে ব্যাপাক ভাঙচুর ও একটি মোটরবাইক জ্বালিয়ে দেয়। দুই নারী আইনজীবীকেও বেধড়ক মারপিট এবং লাঞ্ছিত করে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া