adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কি.মি. তীব্র যানজট

Tangail-Janjoডেস্ক রিপাের্ট : যানবাহনের অতিরিক্ত চাপের কারণে বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বঙ্গবন্ধুসেতুর পুর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে।

কালিহাতি থানার এস আই কুতুব উদ্দিন জানান, সকাল থেকে বঙ্গবন্ধুসেতুর পশ্চিম পাড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় । আর দুপুর ১২টার পর থেকে সেতু পুর্ব এলাকা থেকে যানজটের সৃষ্টি হয়। যা ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত।

এদিকে সকাল থেকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে গাজিপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়। প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ৬টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

এ মহাসড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের অন্তত ২৪ জেলার যানবাহন চলাচল করছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া