adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে টেলিভিশন চ্যানেলের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন চ্যানেলের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ মার্চ) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মুরসাল হাকিমি (২৫), সাদিয়া (২০) ও শানাজ (২০)। খবর বিবিসির।

ওই তিন নারী এনিকাস টিভি ও রেডিওতে কাজ করতেন। মঙ্গলবার (২ মার্চ) রাতে তারা বাড়ি ফেরার পথে পৃথক দুটি ঘটনায় নিহত হন। সংবাদমাধ্যমটির ম্যানেজার শুকুরুল্লাহ পাসুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রধান হামলাকারীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির সাথে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

এছাড়া দীর্ঘদিন ধরেই দেশটির সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালেবানের হামলার শিকার হচ্ছেন। যে তিনজন নারীকে হত্যা করা হয়েছে তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কর্মরত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া