adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার রাজপথে নামছেন নায়িকা পপি

Popyডেস্ক রিপাের্ট : বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবির প্রদর্শন বন্ধের আন্দোলনে সর্বশেষ রাজপথে নেমেছিলেন চিত্রনায়িকা পপি। এবার আবারও রাজপথে নামছেন এই গ্ল্যামারাস কন্যা। তবে কোনো আন্দোলন-সংগ্রামে নয়। সিনেমায় অভিনয়ের প্রয়োজনেই এবার রাজপথে নামছেন তিনি। ছবির নামও রাজপথ। জাভেদ জাহিদের পরিচালনায় এতে পপির বিপরীতে দেখা যাবে জায়েদ খানকে।

রাজনৈতিক গল্পের ছবি রাজপথে একজন সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে পপিকে। রাজনৈতিক অস্থিরতার সময় নেতাদের নানা হুমকি ও বাধা মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবেন তিনি।

তিনবার জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পাওয়া পপির হাতে অনেকদিন ধরে নতুন কোনো ছবি হাতে নেই। আবার মুক্তি প্রতীক্ষিত ছবি কোনো এক অজ্ঞাত কারণে রিলিজ হচ্ছে না। তাই নতুন ছবির কাজ পেয়ে খুশী নায়িকা। তিনি আশা প্রকাশ করেন, একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছি, আশা করি দর্শকদের ভালো লাগবে।

পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের 'কুলি' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তিনি মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া