adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে ‘ডেবি’

a aআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী সাইক্লোন ‘ডেবি’। কয়েক বছরের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে ভয়ংকর সাইক্লোন হতে যাচ্ছে। প্রচণ্ড বেগে বয়ে যাওয়া বাতাস ও মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাসে আতঙ্কিত স্থানীয়রা অন্যত্র চলে যাচ্ছে এবং স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

রবিবার রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো জানায়, সাম্প্রতিক দিনগুলোতে কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলের অদূরে সাইক্লোন ডেবি ঘণীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে ‘অত্যন্ত প্রলয়ঙ্করী রূপ নিয়ে’ ঝড়টি ভূমিতে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার রাতে ডেবি ক্যাটাগরি তিন মাত্রার ঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ও জরুরি সহায়তা বিভাগের এক হাজারেরও বেশি কর্মী মোতায়েন রাখা হয়েছে।

আবহাওয়া দপ্তরের আঞ্চলিক পরিচালক ব্রুস গুন বলেন, গত কয়েক বছরের মধ্যে কুইন্সল্যান্ডে আঘাত আনা ঝড়গুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি প্রলয়ংকারী। ২০১৫ সালে আঘাত হানা মারসিয়া ও নাথানের চেয়েও এটি বেশি প্রলয়ংকারী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া