adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিসা জটিলতার শিকার হয়ে দেশে ফিরছেন পাক অভিনেত্রী

mawra-hocane_101140ডেস্ক রিপোর্ট : অভিনেতা অনুপম খেরের ভিসা নাকচের জবাব ভিসা ফিরিয়েই দিল ভারত৷ আর তার শিকার হলেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন৷ ‘সনম তেরি কসম’ ছবিতে বলিউডে পা রাখতে চলেছেন তিনি৷ কিন্তু মুক্তির একদিন আগেই ফুরোচ্ছে তার ভিসার মেয়াদ৷ আর তাই ছবির প্রিমিয়ার ফেলে রেখেই দেশে ফিরতে হচ্ছে তাকে৷
ভারত-পাক সাম্প্রতিক ভিসাযুদ্ধের কেন্দ্রে রয়েছেন অনুপম খের৷ পাকিস্তানের এক সাহিত্য উতসবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি৷ আমন্ত্রণের কথা আগে থেকে জানানো সত্ত্বেও অভিনেতার ভিসা মঞ্জুর করতে নারাজ হয় পাকিস্তান৷ ফলে সাহিত্য উতসবে যোগ দেওয়া থেকে বিরতই থাকতে হয় দেশের এই বর্ষিয়ান অভিনেতাকে৷ 

মাওরার ভিসার মেয়াদ না বাড়িয়ে যেন তারই জবাব দিল ভারত৷ ‘সনম তেরি কসম’ ছবির প্রচারের দৌলতে ইতোমধ্যে তিনি বলিপাড়ার চেনামুখ৷ কিন্তু মুক্তির ঠিক একদিন আগে তার ভিসার মেয়াদ ফুরোচ্ছে৷ এবং তা বাড়ার কোনো সম্ভাবনাই নেই এই মুহূর্তে৷ ফলে এদেশে সিনেদুনিয়া অভিষেকের মুহূর্তটি অধরাই থাকছে তার কাছে৷ বাধ্য হয়েই ফিরে যাচ্ছেন তিনি৷

 

যদিও অভিনেত্রী নিজে এ ব্যাপারে কাউকে দোষারোপ করেননি৷ এর আগে ফ্যান্টম ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে নিজের দেশেই সমালোচিত হয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, ফ্যান্টম ছবিতে যা দেখানো হয়েছে তা শুধু একজন ভারতবাসী বা পাকিস্তানির দুর্ভোগ তো নয়, এখানে মানবতা আক্রান্ত হয়েছে৷ আর তাতেই সে দেশের শিল্পীমহলের চক্ষুশূল হয়েছিলেন তিনি৷ কিন্তু এদেশে এসেও নিস্তার নেই৷ রাজনীতির কাঁটাতারে যে মানবতা বারেবারে আটকে যায়, সে কথাই বোধহয় টের পেলেন মাওরা৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া