adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ করতে পারলে শ্রীলঙ্কাকে টপকাবে বাংলাদেশ!

B Dক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৯ সালের বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড সহ আটটি দল সরাসরি অংশগ্রহণ করতে পারবে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইংল্যান্ড সহ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অন্য সেরা সাতটি দল আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। ইংল্যান্ড স্বাগতিক দেশ হিসেবেই সরাসরি অংশগ্রহণ করবে। বাকি সাতটি দল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে।   

৯১ রেটিং পয়েন্ট নিয়ে এখন আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই সিরিজে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ৯৬। সেক্ষেত্রে দশমিক পয়েন্টে যদি বাংলাদেশ এগিয়ে থাকে তাহলে টাইগাররা র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে উঠে আসবে।

তবে, বাংলাদেশ যদি হোয়াইটওয়াশ হয় র‌্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে নেমে যাবে। কারণ, এখন অষ্টম অবস্থানে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশ যদি হোয়াইটওয়াশ হয় তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট কমে হবে ৮৮।   

সিরিজ শেষে দুই দলের পয়েন্ট যা হতে পারে

শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে: শ্রীলঙ্কা ১০০, বাংলাদেশ ৮৮

শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ জিতলে: শ্রীলঙ্কা ৯৯, বাংলাদেশ ৯১

বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে: বাংলাদেশ ৯৬, শ্রীলঙ্কা ৯৬

বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে: বাংলাদেশ ৯৩, শ্রীলঙ্কা ৯৭

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া