adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ রানের খরচায় হ্যাটট্রিকসহ ১০ উইকেট নিয়ে ভারতীয় ষোড়সীর ইতিহাস

স্পাের্টস ডেস্ক : হ্যাটট্রিক ও ১০ উইকেটের ফিগারটি দেখলে মনে পড়ে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী অনিল কুম্বলের সেই মাইলফলকটির কথা। যেদিন তিনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে একাই এক ইনিংসে প্রতিপক্ষের ১০টি উইকেট তুলে নিয়েছিলেন। এবার আন্তর্জাতিক পর্যায়ে না হলেও ঘরোয়া ক্রিকেটে দেশটির নারী ক্রিকেটার কাশভি গৌতম এবার এই কিংবদন্তিকে মনে করিয়ে দিলেন।

ভারতের নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে খেলতে নেমে প্রতিপক্ষের সবকটি উইকেটই নিজের দখলে নেন। চ-ীগড়ের ১৬ বছর বয়সী পেসার কাশভি অন্ধ্রর কেএসআরএম কলেজ গ্রাউন্ডে অরুণাচলকে উড়িয়ে দিয়ে এই কীর্তি গড়েন কাশভি গৌতম। যেখানে ৪.৫ ওভার বল করে মাত্র ১২ রান খরচ করেন তিনি। তার এই রেকর্ডগড়া বোলিংয়ে হ্যাটট্রিকও ছিল। যেখানে অরুণাচল মাত্র ২৫ রানে অলআউট হয়। এর ফলে ১৬১ রানে জয় পায় তার দল চ-ীগড়।

কাশভি এ ম্যাচে শুধু বোলিংয়েই নয়, চ-ীগড়ের ব্যাটিংয়ের সময় হেসেছিলো তার ব্যাটও। ৬৮ বলে ৪৯ রান করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।- জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া