adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাহরাইনে নিহত ৩ বাংলাদেশির মরদেহ দেশের পথে

নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার ও বাহরাইনস্থ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশের পথে।শনিবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে নিহতদের মৃত  দেহ দেশে প্রেরণ করা হয় বলে দূতাবাস সূত্রে জানা যায়। উড়োজাহাজটি দুবাই হয়ে তিন বাংলাদেশির মরদেহ নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায়  পৌঁছাবে বলে জানান গেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্র“য়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটার পর বৈদ্যুতিক শর্টসার্কিটে একই করে তিন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন-মোশাররফ হোসেন (৩২), বাবা- নাজির আহাম্মদ, গ্রাম- রামপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা; জালাল উদ্দিন (৩০), বাবা- গফুর মিয়া, গ্রাম- রামপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা; দুলাল মিয়া (৩০), বাবা- সিদ্দিক, গ্রাম- জিয়াপুর, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা। এর আগে গত বছর জানুয়ারিতে মানামার ওই এলাকাতেই একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়। ২০১২ সালের ২৭ মে মানামা থেকে ২০ কিলোমিটার দূরে একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিলেন। ২০০৬ সালে একই ধরনের ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ শ্রমিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া