adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ নিয়ে ফের বাগ্যুদ্ধে ইরান সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজের ব্যবস্থাপনা নিয়ে ফের দ্বন্দ্বে জড়িয়েছে সৌদি আরব ও ইরান। ইসলামের পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনায় সুনি্ন মতাবলম্বী সৌদি সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সম্প্রতি মুসলমানদের প্রতি আহ্বান জানান শিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর জবাবে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখ বলেছেন, ইরানিরা মুসলমান নয়। তারা মুসলিমবিদ্বেষী। এরপর গতকাল বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, রিয়াদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া উচিত মুসলমানদের। এ বাগ্যুদ্ধকে দুই দেশের সম্পর্কের শীতলতার নতুন মাত্রা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান, এএফপির।
পবিত্র হজের ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরবের সঙ্গে গত বছর থেকে তীব্র টানাপড়েন চলছে ইরানের। ওই বছর হজ পালনের সময় পদপিষ্ট হয়ে ৪৬৪ ইরানিসহ দুই হাজারের বেশি হাজি মারা যান। সৌদি কর্তৃপক্ষ তাদের হত্যা করেছে বলে অভিযোগ ইরানের। সৌদি আরবের হজ ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ বলেও দাবি করে তেহরান। এ ঘটনার জেরে প্রায় তিন দশক পর এবারই প্রথম হজে ইরানের কোনো নাগরিক অংশ নিচ্ছেন না। দেশ দুটির মধ্যে এখন কূটনৈতিক সম্পর্কও ছিন্ন রয়েছে।
ওই প্রাণহানির বর্ষপূতিতে গত সোমবার এক বিবৃতিতে মক্কা ও মদিনায় সৌদি ব্যবস্থাপনার বিষয়ে মুসলিম বিশ্বের আপত্তি জানানো উচিত বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হজ অনুষ্ঠান পরিচালনার জন্য নতুন কোনো পক্ষকে দায়িত্ব দেওয়ারও দাবি জানান তিনি।
এর পরদিনই গত মঙ্গলবার সৌদি আরবের একটি দৈনিককে মসজিদ আল হারামের প্রধান ইমাম বা গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখ বলেন, ইরানিরা মুসলমান নয়। ইরানের শিয়াদের 'প্রাক্-ইসলামী' বিশ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, 'আমাদের অবশ্যই বুঝতে হবে, এরা মুসলমান নয়। তারা মেজাইয়ের (খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তিন সন্ত) বংশধর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া