adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ববিতা ভারত থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন

বিনােদন ডেস্ক : ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। কলকাতার টেলিসিনে সোসাইটি তাকে সম্প্রতি এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২ জুন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ১৭তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এ মঞ্চেই ববিতাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেই দুই বাংলার দর্শকের মন জয় করে নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

১৯৭৩ সালের ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে অভিনয় করেই বাংলাদেশের নায়িকাদের মধ্যে তিনি এক অন্যরকম উচ্চতায় পৌঁছে যান। সেই সময়ই ভারত থেকে বিএফজে, ভারত প্রসার সমিতিসহ আরও অন্যান্য পুরস্কার লাভ করেন ববিতা।

‘অশনি সংকেত’ মুক্তির ৪৫ বছর পর নন্দিত নায়িকা ববিতাকে ভারত থেকে আজীবন সম্মাননায় ভূষিত করছে টেলিসিনে সোসাইটি। বিষয়টি নিশ্চিত করেছেন ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’র বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’র কর্ণধার আরশাদ আদনান। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ববিতাকে এ সম্মাননা দেয়া হচ্ছে বলে জানালেন টেলিসিনে সোসাইটির জেনারেল সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল।

এ সম্মাননা প্রসঙ্গে ববিতা বলেন, ‘এই আজীবন সম্মাননা তো আসলে আন্তর্জাতিক এক বিরাট স্বীকৃতি। বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকেই এবার নির্বাচিত করেছেন।

পুরস্কারটির প্রসঙ্গে যখন আমার কাছে আসে তখন সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো সেই সময়টা যেন বারবার চোখের সামনে চলে আসছিল। দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেছে, ভাবলেই অবাক হই।

অশনি সংকেত আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক স্বীকৃতি এনে দিয়েছিল। এ সম্মাননা যেন আমার জীবনে অশনি সংকেতের ভূমিকা আরও পরিপূর্ণ করে তুলেছে। সবার কাছে দোয়া চাই আমি।’

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বলেন, ‘বিগত দুই বছর আমি নাটক চলচ্চিত্র প্রযোজনা থেকে দূরে ছিলাম। কিন্তু এ দুই অঙ্গনের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নাটক এবং চলচ্চিত্রের কল্যাণেই আবার এখানে ফিরে এলাম। নতুন কিছু পরিকল্পনা নিয়ে ফিরে এসেছি। টেলিসিনে সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে প্রাথমিক কাজ শুরু করলাম। আশা করছি, ভবিষ্যতে ভালো কিছু করব।’

আগামী ২ জুন বিকালে কলকাতার নজরুল মঞ্চে ববিতার হাতে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ তুলে দেয়া হবে।

এদিকে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ পেতে যাচ্ছেন ববিতা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া