adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছু ছিটেফোঁটা গুপ্তহত্যা হচ্ছে: ইনু

inu2_111056ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেশে এখনো কিছু ছিটেফোঁটা গুপ্তহত্যা ও অতর্কিতে হামলার ঘটনা চলছে। বিএনপি-জামায়াতের ছাতার তলেই এসব গুপ্তহত্যাকারী ও জঙ্গিদের আস্তানা।

২৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

‘সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো সরকারের ইশারাতেই হচ্ছে’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২১ আগস্টে শেখ হাসিনার হত্যাচেষ্টাকারী খুনি ও জঙ্গিদের পক্ষে যারা ওকালতি করে, এদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতারা এবং তাদের রাজনৈতিক বন্ধুরা গুপ্তহত্যার অপরাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বাতিল করে আইনের শাসন বাস্তবায়নের জন্য সব অপরাধীকে বিচারের আওতায় আনছে। জঙ্গিদের সঙ্গে নিজেদের সম্পর্ক আড়াল করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।

ইনু বলেন, সরকার এরই মধ্যে ব্লগার, লেখক ও প্রকাশক হত্যা এবং কলাবাগানের হত্যা, রাজশাহীর হত্যাসহ সব হত্যার তদন্ত করছে। এ ক্ষেত্রে খুনিদের একচুলও ছাড় দেওয়া হবে না। বেশির ভাগ মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং যারা বলছেন, সরকার জঙ্গি এবং গুপ্তহত্যাকারীদের ব্যাপারে উদাসীন, তা সত্যি নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া