adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে গির্জার যাজককে এলোপাতাড়ি গুলি

আন্তর্জাতিক ডেস্ক : এবার ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে একটি গির্জার যাজককে গুলি করা হয়েছে। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রীক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।
যে সব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। বাস্তবে তেমনটাই হয়েছে। তারপরও কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তার উত্তর দেশটির পুলিশের কাছে নেই।

এর আগে নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিন জনকে মাথা কেটে খুন করা হয়। হামলার পরপরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। এছাড়া, ওই ঘটনায় করণীয় নিয়ে জরুরি বৈঠকও ডেকেছিল ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া