adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বলবয় নিষিদ্ধ টি২০ বিশ্বকাপে

BALL BOYস্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপে কি না ‘বল-বয়’-ই নিষিদ্ধ হয়ে গেল। বল-বয় চরিত্র হিসেবে ক্রিকেটে এরা নতুন নয়। যে কোনও ম্যাচেই বাউন্ডারি লাইনের ধারে এদের বসে থাকতে দেখা যায়। যাদের কাজ হল, বাউন্ডারিতে বল গেলে সেটা আবার মাঠে ফেরত পাঠানো। কিন্তু টি-২০বিশ্বকাপ উপলক্ষে আইসিসি সেটা আচমকাই নিষিদ্ধ করে দিল। কারণ কিছু নয়, মাঠের ভেতরে লোকজনের উপস্থিতিকে আরও কমিয়ে ফেলা।

টুর্নামেন্ট আয়োজনের প্রথম দিকে বল-বয় নিয়ে কোনও অসুবিধে না থাকলেও সাম্প্রতিকে এ নিয়ে নির্দেশিকা পাঠিয়েছে আইসিসি। শুধু ইডেন নয়, ভারতের সমস্ত সেন্টারে। যা নিয়ে ক্রিকেট কর্তাদের মধ্যে সংশয় সঞ্চার হতেও দেখা গেল। বল বয় না থাকলে বাউন্ডারি থেকে বল কে ছুড়ে মাঠে ফেরত পাঠাবে? ফিল্ডার? নাকি মাঠের মালিদের দিয়ে কাজ চালানো হবে?

সিএবিতে আরও একটা নির্দেশিকা এল গতকাল (বুধবার)। তবে সেটা কলকাতা পুলিশের পক্ষ থেকে। চিঠি পাঠিয়ে বলা হয়েছে, ম্যাচে যেন জাতীয় পতাকার অবমাননা না হয় সেটা খেয়াল রাখতে। যা নিয়ে ইডেনের মধ্যে বেশ কিছু বোর্ডও ঝোলানো হবে বলে খবর। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া