adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২১ ভরি স্বর্ণ দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের নতুন ট্রফি বাফুফের হাতেই রাখার ঘোষণা

Gold Cup-2016জহির ভূইয়া : দ্বিতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আসর শুরু হয়ে গেছে। মাঝপথে এসে বাফুফে ঘোষনা দিয়েছে গোল্ডেকাপের আসল কপি আর শিরোপা জেতা দলের হাতে দেয়া হবে না। ২১ ভরি স্বর্ণ দিয়ে তৈরি করা হচ্ছে নতুন বঙ্গবন্ধু গোল্ডকাপ। এখন থেকে আসল বঙ্গবন্ধু গোল্ডকাপের কপি ফুটবল ফেডারেশনের হাতেই থাকবে বলে সিন্ধান্ত গ্রহন করেছে বাফুফের অর্গানাইজিং কমিটি। আজ আনুষ্ঠানিক ভাবে এ  ঘোষণা দিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। 
তিনি আজ বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোহাগ সাংবাদিকদের বলেন,“ফিফার আদলেই এই নিয়ম গ্রহন করেছে বাফুফে। প্রথম আসরের ২০ ভরি স্বর্ন দিয়ে তৈরি বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন দল মালেশিয়া নিয়ে গেছে। এবার আর তা হচ্ছে না। নতুন ট্রফি তৈরি করতে দেয়া হয়েছে। ফাইনালের আগেই আমাদের হাতে ট্রফি চলে আসবে। গত আসরের ডিজাইন ফলো করেই দ্বিতীয় ট্রফি তৈরি করা হচ্ছে। রিপ্লেকা ট্রফি বাফুফে চ্যাম্পিয়র দলের হাতে তুলে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মুল ট্রফি ২০ ইঞ্চি উচ্চতা হবে। রিপ্লেকা ট্রফিও একই হবে। আর রানাআপ ট্রফি হবে ১৮ ইঞ্চি। এছাড়া চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৫০ হাজার ইউএস ডলার আর রানাআপ দল পাবে ২৫ হাজার ইউএস ডলার। এই ট্রফি তৈরি করার সময় বাফুফে কর্মকর্তরা স্বর্ন বসানোর সময় উপস্থিত থাকবে। যাতে করে কোন রকম প্রশ্ন তোলার সুযোগ না আসে।” তবে সোহাগ নিরাপত্তার স্বার্থে কোন কোম্পানী ২১ ভরি স্বর্ন দিয়ে ট্রফি তৈরি করছে তা প্রকাশ করলেন না। তিনি বলেন,“অর্গানাইজিং কমিটি পরে নাম ঘোষনা করবে।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া