adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদো এবার কিনলেন ২৫০ কোটি টাকায় ‘স্পেসশিপ’ কার

স্পোর্টস ডেস্ক: পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর গ্যারেজে ঢুকছে একের পর এক কোটি কোটি টাকার কার। তার যাতায়তের জন্য রয়েছে ব্যক্তিগত বিমানও। অবকাশ যাপনে ব্যবহার করেন বিলাসবহুল প্রমোদতরী। ক্রীড়া গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, এবার স্পেসশিপ কিনলেন রোনালদো।

মহাকাশ যানের ইংরেজি সমার্থক স্পেসশিপ। কোটি কোটি টাকার মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো মহাকাশ যাত্রার জন্য ব্যক্তিগত যানের ব্যবস্থা করতেই পারেন। তবে যে স্পেসশিপটি রোনালদো কিনেছেন, সেটি বিশ্ববিখ্যাত ইতালিয়ান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেরারির ডেটোনা এসপি৩ ব্র্যান্ডের গাড়ি। ৮৪০ হর্সপাওয়ার এবং ৬৯৭ এনএম টর্ক সম্পন্ন সুপারকারটিকে স্পেসশিপের সঙ্গে তুলনা করেছে লিসবনভিত্তিক গাড়ির প্রতিষ্ঠান ‘লিসবন কারস’। প্রতিষ্ঠানটি রোনালদোর নতুন গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, সিআরসেভেনের একদম নতুন স্পেসশিপ। মহাকাশ যানের সঙ্গে তুলনার কারণও রয়েছে। ফেরারি ডেটোনা এসপি৩ গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৪০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে ডেটোনা এসপি৩-এর প্রয়োজন মাত্র ০.৮৫ সেকেন্ড। ক্রীড়া গণমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, বিলাসবহুল নতুন গাড়িটি কিনতে ক্রিশ্চিয়ানোর খরচ হয়েছে ১৮ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ২৪৯ কোটি ৫৭ লাখ টাকারও বেশি (প্রায় ২৫০ কোটি টাকা)।

রোনালদোর সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে রয়েছে- রোলস-রয়েস কুলিনান, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফেরারির এফ১২ টিডিএফ ব্র্যান্ডের গাড়ি, ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, এছাড়াও বুগাটি চেন্তোদিয়েসি, পোরশা ৯১১ টার্বো এস, ফেরারি এফ৪৩০। আল নাসর তারকার যাতায়াতের জন্য রয়েছে ব্যক্তিগত বিমানও। গাল্ফস্ট্রিম কোম্পানির সেই প্রাইভেট জেটটির দাম ৭৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার বাজারদর প্রায় ৮০০ কোটি টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া