adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি সিরিজ দারুণ কাটিয়েছে বাংলাশে। প্রথমটি টি-টোয়েন্টি সিরিজ অল্পের জন্য হাতছাড়া হয় শান্তদের। ওই সিরিজ শ্রীলঙ্কার কাছে ১-২ এ হেরেছে। তবে ওয়ানডে সিরিজ ঠিকই জিতে নিয়েছে টাইগাররা। তারা ২-১ এ লঙ্কানদের হারিয়ে দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। এবার দুই দল মুখোমুখি টেস্ট ক্রিকেটে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মোকাবিলা করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

২০২২ সালে ভারতের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ২০২৩ সালে কোন টেস্ট সিরিজ হারেনি বাংলাদেশ। এবার নতুন বছরে (২০২৪ সাল) নিজেদের প্রথম টেস্ট সিরিজে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণœ রাখতে চাইবে টাইগাররা।

গত বছর ঘরের মাঠে খেলা তিন সিরিজের মধ্যে দু’টিতে জয় পায় বাংলাদেশ। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জয় পেলেও, শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা।

নিয়মিত অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে দায়িত্ব নেওয়ার পর টেস্ট ফরম্যাটে এবারই প্রথম অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। তিনি যার পরনাই চেষ্টা করবেন লঙ্কানদের বিরুদ্ধে টেস্ট জিততে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে কখনও টেস্ট জিততে পারেনি টাইগাররা। তাই স্বাভাবিকভাবেই এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট জয়ের জন্য নিজেদের সেরাটা উজার করে দিবে বাংলাদেশ।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ২৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে কলম্বোতে নিজেদের শততম টেস্টে লংকানদের বিপক্ষে প্রথম ও শেষ জয় পেয়েছিলো বাংলাদেশ। অবিস্মরনীয় ওই টেস্ট জয়ের দুই নায়ক সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে এবারের ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। একমাত্র জয়ের সাথে শ্রীলংকার বিপক্ষে ১৮টিতে হার এবং পাঁচটি টেস্ট ড্র করেছে বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া