adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কামিল নরভিদের কবিতা

k-k-k[পোল্যান্ডের রোমান্টিক কবি কামিল নরভিদ ১৮২১ সালের ২৪ সেপ্টেম্বর জন্ম নেন। তিনি একাধারে কবি, নাট্যকার ও চিত্রশিল্পী। পোলিশ রোমান্টিক কবিতার দ্বিতীয় প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় এই কবির উল্লেখযোগ্য বইয়ের মধ্যে Fortepian Szopena (“Chopin’s Piano”), Moja piosnka [ওও] (“My Song [ওও]") and Bema pamieci zatobny-rapsod ("A Funeral Rhapsody in Memory of General Bem") অন্যতম।
নরভিদ ছিলেন সমাজ বিচ্ছিন্ন, দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। একবার তিনি আর্থিক সঙ্কটে পড়ে গোরস্তানের পুরনো কবরে বাস করেছিলেন কিছুদিন। চরম শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে তার লেখার কঠোর সমালোচনা আর প্রতিদানহীন ভালবাসা কবিকে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল। এই কারণে জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছিলেন লন্ডন আর প্যারিসে। প্রকৃতপক্ষে গদবাঁধা জীবনযাপন এবং লেখালেখিতে নরভিদ অভ্যস্ত ছিলেন না। জীবদ্দশায় এ কবির কবিতা বিশেষ কোনো স্থান পায়নি। তবে উনিশ শতকের শেষদিকে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে তার কবিতা সঠিকভাবে মূল্যায়িত হয়ে জনসমক্ষে আসে।
পোলিশ রোমান্টিক কবিতার অন্যতম এই কবি জীবনের শেষ কয়েক মাস কথা বলতেন না কারো সঙ্গে। এমনকি তার সঙ্গে কেউ কথা বলতে চাইলেও নয়। শুধু চোখের পানি ফেলতেন। বসন্তের এক সকালে ৬১ বছর বয়সে অভিমানী এই প্রেমিক কবি প্যারিসে মারা যান। তখন ১৯৮৩ সাল, দিনটি ছিল ২৩ মে।]

শুঁয়োপোকা
অনুবাদ: শান্তনু চক্রবর্তী
১.
লন্ডনের পিচ্ছিল ফুটপাতে সাদা কুয়াশার আস্তরণ যেন চাঁদের কক্ষপথ
তোমার পাশ ঘেঁষে অনেকেই চলেছে,
কিভাবে যেন তোমার বিষণ্ণতা সহজেই অনুমেয়।
২.
তার ললাট কি নিরালস কিংবা ধূসরিত?
বুঝতে ব্যর্থ হয় চেতনার সৈকত;
স্বর্গীয় অনুভূতি চুপিসারে কি যে কয়
উর্বর ঠোঁটের উপর? নাকি দূরগামী ঢেউয়ের ফণা!
৩.
বলতে পারো সে এক পদতলে কর্দমাক্ত ধর্মগ্রন্থ
অথবা নৃত্যছন্দে দেবীমূর্তি,
কেউ কি হাত বাড়াবে তাকে চেয়ে, সেই শুভ্র দিনগুলোতে
এখন মূল্যায়ন নিয়ে বিস্ময়ের সময় কোথায়!
৪.
নিরাশা আর সম্পদ- দুটো শক্তিমান শব্দ
তার চোখের পাপড়িতে ঝলসে ওঠে।
নিরাশা কোথা থেকে আসে?…নিরালস বলাকার বেশে
কোথায় হারিয়ে যায়? গন্তব্যহীন মহাশূন্যে।
৫.
মনুষ্যত্ব সে তো মুখরা নারীর ঢং
বর্তমান নিয়ে কাঁদে আগামীর রহস্য…
বলতে পারো ইতিহাসের সংজ্ঞা? সে কেবল রক্ত মাঙে…!
সামাজিকতা কোথায়? সে কেবল অর্থ জানে…!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া