adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সকাল ৯টায় খেলা শুরু হবে।

এই সিরিজ নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। গত বছরখানেক ধরে ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। গত বছরের শেষদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ সমতা নিয়ে শেষ করে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগ্রেসরা। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথমবারের মতো তাদের মাটিতে পেয়ে যায় জয়ের দেখা।

এ পর্যন্ত ১৫টি ম্যাচের ৪টিতে জয় পেয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের অংশ হওয়ায় প্রতিটা ম্যাচই বাড়তি গুরুত্ব পাবে উভয় দলের কাছে। এবার ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকায় আরো এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। তাই সফরকারিদের বিপক্ষে সিরিজের প্রথম খেলায় জয়ের বিকল্প চিন্তা ছাড়াই মাঠে নামবে নিগার সুলতানারা।

এদিকে, ১৫ ম্যাচের সর্বোচ্চ ১০টি জয়ে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির দলটির লক্ষ্য সিরিজের শুরু থেকেই বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরো মজবুত করা।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, আমাদের জন্য চ্যালেঞ্জটা এবার আরও বড়। ছয়বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নারী ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলও ভাবা হয় তাদের। তবে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চাই আমরা।

নিজেদের শক্তির জায়গা নিয়ে জ্যোতি বলেন, প্রথমত হলো হোম কন্ডিশন। আমার কাছে মনে হয়, কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা। কিন্তু সম্প্রতি তাদের অনেক খেলোয়াড় কিন্তু আইপিএল খেলে আসছে। কমবেশি বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট কিন্তু প্রায় একই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া