adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: অ্যাটলেটিকো মাদ্রিদ স্প্যানিশ লিগ রা লিগার অন্যতম শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে অনায়াস ম্যাচ জিতেছে বার্সেলোনা। অনেক গুলো পাল্টা আক্রমণ চালিয়েও গোল পরিশোধ করতে পারেনি অ্যাটলেটিকো। নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে খেলে তাদের বিরুদ্ধে
৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে জিরোনাকে হটিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো কোচ জাভি হার্নান্দেসের দল। গোল ডটকম
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে লড়াইয়ে নামে বার্সা। ঘরের মাঠে শুরুতে আক্রমণে এগিয়ে থাকে অ্যাতলেটিকো। ম্যাচের সপ্তম মিনিটে পাবলো ব্যারিওসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩৮তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের ভেতরে লেভানদোভস্কির বাড়ানো পাস থেকে গোল করেন ফেলিক্স। প্রথমার্ধে এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারী বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। ৬৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনা। বক্সের ডান দিক থেকে লেভানদোভস্কির ক্রস হেড করে জাল খুঁজে নেন ফার্মিন লোপেস। এরপর বেশকিছু সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ২৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৬৪। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে জিরোনা। আর ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।অ্যাটলেটিকোর বিপক্ষে বড় জয়ে টেবিলের দুইয়ে বার্সা
লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে জিরোনাকে হটিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো জাভির দল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে লড়াইয়ে নামে বার্সা। ঘরের মাঠে শুরুতে আক্রমণে এগিয়ে থাকে অ্যাতলেটিকো। ম্যাচের সপ্তম মিনিটে পাবলো ব্যারিওসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩৮তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের ভেতরে লেভানদোভস্কির বাড়ানো পাস থেকে গোল করেন ফেলিক্স। প্রথমার্ধে এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারী বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। ৬৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনা। বক্সের ডান দিক থেকে লেভানদোভস্কির ক্রস হেড করে জাল খুঁজে নেন ফার্মিন লোপেস। এরপর বেশকিছু সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ২৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৬৪। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে জিরোনা। আর ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া