adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের টাকা আছে, তারাই বিশ্ব ক্রিকেট চালায় : ইমরান খান

স্পাের্টস ডেস্ক : সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সফর বাতিল করা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, কোনো দেশই ভারতের বিরুদ্ধে যায় না। কারণ তাদের কাছে বিপুল অর্থ আছে।

মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘ইংল্যান্ড এটিকে এমনিই যেতে দিয়েছে। আমার মনে হয় ইংল্যান্ডে এখনও এই ভাবনাটা আছে যে, তারা পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে অনেক কৃপা করছে। এর পেছনে একটা কারণ অবশ্যই টাকা।’

এ সময় ইমরান খান জানান, মূলত টাকার দাপটেই এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতে। কেননা তারা খেলাটিতে অনেক বেশি টাকা ঢেলে থাকে। যার ফলে কোনো দেশই ভারতের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবে না।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘টাকাই এখন বড় অস্ত্র। শুধু খেলোয়াড় নয়, ক্রিকেট বোর্ডের জন্যও। আর সেই টাকা আছে ভারতে। তাই এখন ভারতই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাচ্ছি, তারা যা করে, যা বলে কেউই এর বিপরীতে কিছু বলার সাহস দেখায় না। কারণ এখানে অনেক টাকার বিষয় রয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া