adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফারুকীর ‘ডুব’ছবিতে কী আছে কী নেই!

D U Bবিনােদন ডেস্ক : সম্প্রতি সেন্সর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘ডুব’-এর বাদ পড়া দৃশ্যের তালিকা। এর পরপরই নির্মাতা জানালেন, শিগগিরই আসছে ট্রেলার। তাতে বোঝা যাবে সিনেমায় কী আছে আর কী নেই!

ফারুকী বৃহস্পতিবার রাতে ফেসবুকে লেখেন, ‘ডুবের ট্রেলারটা তাহলে দ্রুতই ছাড়া যাক। নাকি? একটু ঘ্রাণ পাওয়া যাক কী আছে আর কী নাই।’
এদিকে সেন্সর বোর্ডের তালিকা মতে, ৫টি দৃশ্যের কর্তন সাপেক্ষে ছাড়পত্র পেয়েছে ‘ডুব’, যার দৈর্ঘ্য ২ মিনিট ২৫ সেকেন্ড।
সিনেমাটির কাহিনী মধ্যবয়স্ক চলচ্চিত্র নির্মাতা জাবেদ হাসানকে নিয়ে, যিনি স্ত্রীকে ছেড়ে মেয়ের সহপাঠীকে বিয়ে করেন। পরিশেষে এটি অহংকার ও আত্মমর্যাদার কাহিনী, যা ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের অবস্থান পাল্টে দেয় এবং প্রতিটি সদস্যের মন ভরিয়ে তোলে কষ্টে ও অনুতাপে।
২৭ আক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। ২০১৬ সালের শুরুর দিকে টানা দৃশ্যায়নের মধ্যে ‘ডুব’র ক্যামেরা ক্লোজ হয়। বছরের শেষদিকে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। যদিও এ বিষয়ে কখনো সরাসরি মন্তব্য করেননি ফারুকী। কিন্তু মেহের আফরোজ শাওনের চিঠি আমলে নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ডুব’-এর অনাপত্তিপত্র খারিজ করে এফডিসি। আগস্টে কাটছাঁট শেষে ছাড়পত্র পায় সিনেমাটি।
সম্প্রতি প্রকাশ হওয়া কর্তিত অংশের তালিকা থেকে আবারো গুঞ্জন উঠেছে-সিনেমাটি হুমায়ূনের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে।
‘ডুব’ যৌথভাবে প্রযোজনা করেছেন ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহ-প্রযোজনায় আছেন সিনেমাটির প্রধান অভিনেতা ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র ও রোকেয়া প্রাচী।
‘ডুব’ ইতোমধ্যে চীন ও রাশিয়ার দুটি ‍উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে। শিগগিরই যাচ্ছে মিসরের একটি উৎসবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া