adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকৌশলী বিমান চন্দ্র, প্রতারণাই যার ব্যবসা

BIMANজাকারিয়া মোহম্মদ, গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিলেট পল্লী বিদ্যুত সমিতি – ১ এর কথিত প্রকৌশলী বিমান চন্দ্র দাশ। প্রতারণার নানান ছলে টাকা আতœসাত করে সম্পদের পাহাড় গড়ে তূলছেন।
ইচ্ছামত টাকা আতœসাত করে বেপরোয়া হয়ে উঠছেন বিমান। বিদ্যুতের ট্রান্সফরমার খুটি ও মিটার সংযোগের নাম কওে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তার এমন কর্মকাণ্ডে অতিষ্ট এলাকাবাসী। কেউ কিছু বলতে পারছেন না। আর বলেও লাভ হয় না। উল্টো হুমকি ধামকি আর টালবাহানা করে নিজেকে নির্দোশ প্রমাণের চেষ্ঠা করে। এলাকাবাসীর দাবী সে কোন প্রভাবশালীর কারণে এমন বেপরোয়া হয়ে উঠেছে। সিলেট পল্লী বিদ্যুত সমিতি – ১ এর প্রকৌশলী পরিচয়ে প্রবাসী আর নীরিহ মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বাড়িঘর ব্যাবসা প্রতিষ্ঠান করে অঢেল সম্পদের এখন মালিক সে। 
বিমান চন্দ্র দাশ গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ ইউপির পাত্তন গ্রামের বনমালি দাশের পুত্র। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।
অভিযোগে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির ফতেহপুর গ্রামের প্রবাসী আবু বকর সিদ্দীক একই গ্রামে নতুন বাড়ি বানান,এবং সেখানে বিদ্যুত সংযোগের
প্রয়োজন দেখা দেয়। ব্যক্তিগত ডিপোজিটে ট্রান্সফরমার প্রদানের আশ্বাস পেয়ে প্রকৌশলী বিমান চন্দ্র দাশের সাথে এ ব্যাপারে কথা হয়। এবং একটি ট্রান্সফরমার, একটি খুটি ও একটি মিটার লাগানোর জন্য পূর্ব পরিচিত বিমানের সাথে আলাপচারিতার মাধ্যমে এক লাখ আটান্ন হাজার টাকা দেন। বিমান দাশ আশ্বাস দিয়ে বলেছে এই টাকার মধ্যে কাজ হবে। আর কোন কিছু করতে হবে না। সরল বিশ্বাসে তিনি তার সাথে চুক্তি করেন। তবে তার ছলচাতুরী বুঝতে পারেননি প্রবাসী আবু বকর সিদ্দীক। তিনি দীর্ঘ দিন থেকে প্রবাসে থাকেন। ২০১৪ সালের ফেব্রুয়ারীতে দেশে আসার পর বিদ্যুতের প্রয়োজনীয়তায় বিমান চন্দ্র দাশের সাথে চুক্তি করলে বিমান চন্দ্র জানান, সরকারীভাবে এই কাজ করতে গেলে ৫/৭ বছর লেগে যাবে। আর এ দিকে প্রবাসী আবু
বকরের অল্প দিনে বিদ্যুত সংযোগের প্রয়োজন বিধায় বিমানের দেয়া সুযোগ সুবিধার ভিত্তিতে এক লাখ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ৩ মাসের মধ্যে বিদ্যুত সংযোগের
আশ্বাস দেয়।
কথাবার্তা বলার দু সপ্তাহ পর বিমান চন্দ্র টাকা জমা দেয়ার কথা বলে। এ সময় প্রবাসী আবু বকর সিদ্দীক পল্লী বিদ্যুতের অফিসিয়াল ব্যাংক হিসাব নং চাইলে বিমান তার ব্যক্তিগত একাউন্টে জমা দেয়ার কথা বলে। অফিসের টাকা অফিসে জমা দেয়ার কথা থাকলেও বিমান নাছোড়বান্দা হয়ে একাউন্ট স্টেটমেন্টের দোহাই দিয়ে নিজের একাউন্টে টাকা জমা রাখতে বাধ্য করেন। প্রবাসী আবু বকর সরল বিশ্বাসে ওনার বন্ধু আবুল হুসেনের মাধ্যমে প্রথমে ৭৮ হাজার টাকা জমা করেন। এই টাকা জমা করার ঠিক দু সপ্তাহ পর বিমান আবার ফোন করে অফিস খরচ বাবদ আশি হাজার টাকা জমা দেয়ার কথা বলে। কারণ হিসেবে বলেছে যে,এই টাকা জমা না করলে টেন্ডার হচ্ছে না। অনাদায়ে নাকি পূর্বের দেয়া ৭৮ হাজার টাকা লস হবে। তাই প্রবাসী আবু বকর তার বন্ধু
আবুল হুসেনকে সাথে নিয়ে বিমানের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মীরগঞ্জস্থ নকশী ফার্নিচার এন্ড স’মিলে গিয়ে আশি হাজার টাকা জমা দিয়ে আসেন। এভাবে পাঁচ মাস অতিবাহিত হবার পর বিমান একটি ট্রান্সফরমার,ও প্রবাসী আবু বকরের পুরাতন বাড়ির মিটার স্থানান্তর করে দেয়। তবে খুটি ও ব্যক্তিগত ডিপোজিটের কোন ডকুমেন্ট দেয়নি।
ডকুমেন্টের কথা বললে বিমান আজ বা কাল বলে বিভিন্ন টালবাহানা করে প্রায় ১ বছর সময় নষ্ট করেছেন। এ ব্যাপারে বিমানের সঙ্গে কথা বলতে চইলে তিনি অপারগতা প্রকাশ করেন। সরাসরি কথা বলতে যাওয়ায় বিমান বিভিন্ন রকমের হুমকি ধামকি দেন। প্রকৌশলী বিমান চন্দ্র দাশ সম্পর্কে জানতে চাইলে পল্লী বিদ্যুত সমিতি – ১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুদ্বীপ কুমার বিশ্বাস এ প্রতিবেদককে বলেন, বিমান আমাদের প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারী নয়। সে পল্লী বিদ্যুতের বাহিরের একটি প্রতিষ্ঠানের কনট্রাক্টর। তার বিরুদ্ধে আমাদের কাছেও অনেক অভিযোগ এসেছে। অভিযোগের কোন শেষ নেই। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তার কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। সে বিভিন্ন জায়গায় এরকম অপকর্ম করে বেড়াচ্ছে।
কথিত প্রকৌশলী বিমান চন্দ্র দাশের সাথে যোগাযোগ করলে সে বিষয়টা ভুয়া বলে এড়িয়ে যান। কথিত প্রকৌশলী বিমান চন্দ্র দাশের ফাঁদে শুধু প্রবাসী আবু বকর সিদ্দীক নয়, এরকম আরো অনেকেও তার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। জানা যায়, উপজেলার শরিফগঞ্জের হাওরতলা গ্রামের সালিক
উদ্দীন,পিতা জাইন উদ্দীন এর কাছ থেকে খুটি ও ট্রান্সফরর্মার বাবদ ৬৫ হাজার টাকা,মেহেরপুর গ্রামের সুফিয়ান আহমদের নিকট থেকে ৯টি খুটি বাবদ সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন। অনেকের কাজ করে দিলেও কোন ডকুমেন্ট দেয়নি। 

প্রবীণ রাজনীতিবীদ ও সমাজসেবক, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার লুতফুর রহমান বলেন, বিমান চন্দ্র দাশ একটা প্রতারক। সে প্রতারণা
করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অল্প দিনে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। যা সম্পুর্ণ অবৈধ ব্যবসার মাধ্যমে। তিনি আরো জানান, সে গোয়াসপুর,কুতুবপুর,গোটারগাও সহ অনেক এলাকা থেকে বিভিন্ন রকমের প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় সে বেপরোয়া হয়ে উঠেছে। তবে তারা কারা যাদের ইন্ধনে সে এমন বেপরোয়া হয়ে উঠছে তা খতিয়ে দেখতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক বলেন, চাকুরীজীবী মানুষের অর্থ যোগাতে অনেক সময় লাগে,অথচ সে অল্প দিনে প্রতারণা করে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে। তার বিরুদ্ধে আমরা প্রায়ই অনেক অভিযোগ পাই। সে প্রতারক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া