adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ২৭৯ রানের। আগের দিন ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপেই ছিল প্যাট কামিন্সরা। চতুর্থ দিন ৮০ রানে পড়েছে পঞ্চম উইকেট। কঠিন সেই পরিস্থিতি থেকে ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে এনেছে অজিরা।

অ্যালেক্স ক্যারি আর মার্শের ১৪০ রানের জুটি অজিদের ম্যাচে ফিরিয়েছিল। এই জুটিতে ৫ উইকেটেই অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২২০ রান। ঠিক তখনই ম্যাচটার মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। অভিষিক্ত পেসার বেন সিয়ার্স পর পর দুই ডেলিভারিতে মার্শ (৮০) ও স্টার্ককে (০) আউট করলে বাকি ৩ উইকেটে অজিদের প্রয়োজন পড়ে ৫৯ রানের। ক্রিকইনফো

মার্শ ফিরলে পাহাড়সম চাপের সময় অটল অ্যালেক্স ক্যারি। প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। বাউন্ডারি মেরে উইনিং রান নিয়েছেন অধিনায়ক কামিন্স। ব্যাট করতে থাকা ক্যারি দুই রানের জন্য সেঞ্চুরি পাননি। অপরাজিত ছিলেন ৯৮ রানে। কামিন্স ৩২ রানে অপরাজিত ছিলেন।

ব্যাটে ১০১ রান ও বল হাতে ১৭ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। এছাড়া ৯৮ রান ও ১০ টি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া