adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় অনুমোদনহীন ভবন ৫০০০

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, ঢাকা মহানগরীতে রাজউকের অনুমোদন বহির্ভূত ও অনুমোদন না মেনে নির্মিত ভবনের সংখ্যা প্রায় ৫০০০।

রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, নিয়ম ও অনুমোদন বহির্ভূত ঐ সব ভবন উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম রাজউকে চলমান আছে। এসময় তিনি রাজউকের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৩২১ টি বলেও উল্লেখ করেন।

আরেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গার্মেন্টস শিল্পে কর্মজীবী মহিলা শ্রমিকদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা আপাতত নেই।’

তবে সংসদ সদস্যদের সংশ্লিষ্ট চাহিদাপত্র এবং সেই অনুয়ায়ি উপযুক্ত জায়গা পেলে গার্মেন্টস মহিলা ও কর্মজীবী শ্রমিকদের পুনর্বাসনের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করার ব্যবস্থা নেয়া যেতে পারে বলেও জানান মন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া