adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি হেরে গেলো ডালাসের কাছে

স্পোর্টস ডেস্ক: পারলেন না মেসি ও সুয়ারেজরা। অনেক চেষ্টা করে দলের হার ঠেকাতে পারেনি এই তারকারা। গত শনিবার জানুয়ারি ১০১ দিন পর ইন্টার মায়ামির জার্সি গায়ে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। আক্রমণভাগে সঙ্গী হিসেবে পেয়েছিলেন সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজকে। তবে এমন বিশেষ ম্যাচে দলকে জয় এনে দিতে ব্যর্থ ছিলেন বার্সেলোনার সাবেক দুই ফুটবলার। যে দলে ছিলেন আরও দুই বার্সা খেলোয়াড়। যদিও ম্যাচটি ছিল প্রাক-মৌসুম প্রস্তুতি। এবার দ্বিতীয় প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এফসি ডালাসের কাছে হেরেই বসলো ইন্টার মায়ামি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে কটন বউল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ডালাসের হয়ে একমাত্র গোলটি করেন জেসুস পেরেইরা। বল পজিশনে মায়ামি অনেক এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। মায়ামি প্রতিপক্ষে গোলমুখে ৮টি শট করে যার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ডালাস করে ৮টি শট যার ৪টি ছিল লক্ষ্য।

নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শুরুর তিন মিনিটের মধ্যেই গোল খেয়ে বসে মায়ামি।
মেক্সিকান বংশোদ্ভূত আমেরিকার পাউল অ্যারিওলার পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন জেসুস ফেরেইরা। গোল খেয়ে ডালাসের রক্ষণে মুহুর্মুহু আক্রমণ করে মায়ামি। কিন্তু সবগুলো প্রতিপক্ষের রক্ষণে গিয়ে আটকে যায়। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ডালাস।

বিরতি থেকে ফিরে গোল শোধে আরও মরিয়া হয়ে উঠে মায়ামি। উল্টো ম্যাচের ৬৪তম মিনিটের একসঙ্গে চার বদলি করেন কোচ টাটা মার্টিনো। যেখানে ছিলেন মেসি, সুয়ারেজ, বুস্কেটস। এরপর শতচেষ্টা করেও আর গোলের দেখা পায়নি মায়ামি। তাই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে নতুন মৌসুমে মেজর লিগ সকার (এমএলএস)। মেসিরা প্রথম ম্যাচটি খেলবে রিয়াল সল্ট লেকের বিপক্ষে। সেই ম্যাচের আগে আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। যার প্রথম দুটি সৌদি আরবে। ২৯ জানুয়ারি প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল হিলাল। ১ ফেব্রুয়ারি খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া