adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্টেলিয়ান ওপেনে অঘটনের শিকার উইম্বলডন চ্যাম্পিয়ন মারিকেতা

স্পোর্টস ডেস্ক: বরাবরের মতো এবারো অস্ট্র্রেলিয়ায় টেনিসের বছর শুরু হলো গ্র্যান্ডস্ল্যাম আসর দিয়ে। এই আসরেই বিশ্ব দেখলো অঘটন। নারী ইভেন্টে মারিকেতা ভন্দ্রুসোভা উইম্বলডন জয় করে হইচই ফেলে দিয়েছিলেন। চেক প্রজাতন্ত্রের ২৪ বছর বয়সী এই খেলোয়াড় এবার তাই শুরু থেকেই ছিলেন নজরে। তবে ভন্দ্রুসোভা এবার আর পারলেন না। বরং অঘটনের শিকার হয়ে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান ওপেনকে।

উইম্বলডনের রাণী ছিটকে গেছেন ইউক্রেনেরই অবাছাই এক খেলোয়াড়ের কাছে হেরে। ৬-১, ৬-২ গেমে দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ভন্দ্রুসোভা হেরেছেন কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই।
অবশ্য ভন্দ্রুসোভা পুরো ফিট ছিলেন কিনা, সেটা নিয়েও আছে সন্দেহ। গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচের সময়ই তার পায়ে হালকা চোট দেখা দেয়। সেই সমস্যা এখনো ঠিকভাবে কাটিয়ে উঠতে পারেননি। ম্যাচেও তার প্রভাব দেখা গিয়েছে ভালোভাবেই।

র‌্যাঙ্কিংয়ের ৯৩তম স্থানে থাকা ইয়াস্ত্রেমস্কা এই সুযোগটাই নিয়েছেন শুরু থেকে। ম্যাচ শেষে ইউক্রেনিয়ান খেলোয়াড় বলেছেন, আজকের ম্যাচটা দারুণ ছিল। (শুরুতে) আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু আমি নিজের খেলাটা উপভোগ করতে চেয়েছি। আজ গ্যালারি থেকেও বেশ ভালো সমর্থন পেয়েছি।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ থাকা খেলোয়াড়দের বিপক্ষে ইয়াস্ত্রেমস্কার চতুর্থ জয় এটি। মেলবোর্ন পার্কে তাঁর সেরা সাফল্য ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে খেলা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া