adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হ্যাকারের ভূমিকায় যুক্তরাষ্ট্র

image_72662_0ঢাকা: চীন এবং রাশিয়ার সেনাবাহিনীর ওপর গোয়েন্দাগিরির জন্য প্রায় এক লাখ কম্পিউটার হ্যাক করছে যুক্তরাষ্ট্র। চীন-রাশিয়ার বাইরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাণিজ্যিক সংস্থাগুলো এবং সৌদি আরব, ভারত ও পাকিস্তানের সংস্থাগুলোর ওপর গোয়েন্দাগিরিতেও যুক্তরাষ্ট্র এই কাজ করে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ফাঁস হওয়া একটি নথি প্রকাশ করে। ফাঁস হওয়া নথি থেকেই এই গোয়েন্দাগিরি সম্পর্কে জানা যায়। নথি মতে, এনএসএ হ্যাককৃত কম্পিউটারের তথ্য পড়ার জন্য বিশেষ এক ধরনের রেডিও তরঙ্গ ব্যবহার করে। ইন্টারনেট সংযোগহীন কম্পিউটারগুলোকেই মূলত এই পন্থায় হ্যাক করে এনএসএ।

নিউইয়র্ক টাইমস জানায়, এনএসএ ইন্টারনেট সংযোগহীন কম্পিউটারগুলো হ্যাক করতে দীর্ঘদিন ধরেই খুবই ছোটো একটি সার্কিট বোর্ড ব্যবহার করে। যার মাধ্যমে নির্দিষ্ট ওই কম্পিউটারের সব তথ্য সহজেই পেয়ে যায় এনএসএ এবং এই ব্যবস্থার কারণে অন্য কেউ নির্দিষ্ট ওই কম্পিউটার হ্যাক করতে পারে না। এনএসএ এই চেষ্টার নাম দিয়েছে ‘সক্রিয় প্রতিরক্ষা’। যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থার একটি নির্দিষ্ট শাখার দায়িত্ব স্রেফ চীন-রাশিয়ার সেনাবাহিনী, মাদক চক্র, ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সংস্থাগুলো এবং যুক্তরাষ্ট্রের যারা আপাত মিত্র যেমন- সৌদিআরব, ভারত এবং পাকিস্তানের সেনাবহিনীর ওপর নজর রাখা।

তবে নিউইয়র্ক টাইমসের মতে, এনএসএর বিশেষ টার্গেট মূলত চীনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র প্রশাসন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের শিল্পকারখানা এবং সেনাবাহিনীর ওয়েবসাইটগুলো হ্যাক করার জন্য চীনকে দোষ দিচ্ছে।

এদিকে চীন একই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করলে তাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। তবে এনএসএর দাবি এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যবহৃত হয় না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া