adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজাবাসীদের নিয়ে মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ’র আবেগঘন পোষ্ট

স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণে ফিলিস্তিনের গাজা ডুবে আছে নিকষ আঁধারে। বড়দিনের উৎসবের আবহের মধ্যেও অনেকের মন কাঁদছে তাদের সীমাহীন দুর্ভোগে। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নারী ও শিশুসহ অগণিত মানুষ। সেই যন্ত্রণা প্রতিনিয়ত অনুভব করছেন মোহামেদ সালাহও। খ্রীষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ডের আবেগঘন বার্তায় সেটাই ফুটে উঠলো। বিডিনিউজ
সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি নয় বরং সাদাকালো ক্রিসমাস ট্রির ছবি পোস্ট করে সালাহ আর্তি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছে, যারা স্বজন হারিয়েছে, তাদের কথা যেন বিস্মৃতির অতলে তলিয়ে না যায়।
মধ্যপ্রাচ্যে নৃশংস যুদ্ধ চলছে; বিশেষ করে গাজায় যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে…এ বছর আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে ক্রিসমাস পালন করছি এবং যে মানুষগুলো তাদের প্রিয়জন হারিয়ে আর্তনাদ করছে, সেই পরিবারগুলোর সঙ্গে আমরা ব্যথা ভাগ করে নিচ্ছি।

দয়া করে তাদের ভুলে যাবেন না এবং তাদের এই দুর্ভোগের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন না। মেরি ক্রিসমাস।
গত ৭ অক্টোবরে ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা করে। এরপর থেকে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল।
দেশটির দাবি, অক্টোবরের ওই হামলায় হামাস এক হাজার ২০০ ইসরাইলিকে হত্যা এবং ২৪০ জনকে জিম্মি করেছে। ইসরাইলের পাল্টা হামলায় ও বোমাবর্ষণে এরই মধ্যে ২০ হাজার ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন অন্তত ৫০ হাজার।
হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হলে সালাহর নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে তার দেশ মিশরে। তার মধ্যপ্রাচ্যের ভক্তরা দাবি করেন, এই বিষয়ে সালাহর আরও বেশি সোচ্চার হওয়া উচিত। যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর মুখ খোলেন সালাহ। দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেন তিনি।
মিশরীয় রেড ক্রিসেন্ট কর্মকর্তারা গত অক্টোবরে জানান, গাজার নিপীড়িত মানুষের সহায়তায় তাদের তহবিলে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ অনুদান দিয়েছেন সালাহ। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া