adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে : আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে জানিয়ে এ ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি চরম নৈরাজ্য ও বিপর্যকর পর্যায়ে উপনীত হয়েছে। যেভাবে বিরোধীদের দমন-পীড়ন করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সরকার দলীয় আধিপত্য বিস্তার করা হয়েছে, তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কোনো বাস্তবতা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের পূর্বে প্রচন্ড শক্তি প্রয়োগে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা, বেশুমার আটক-গ্রেপ্তার ও নিপীড়ন করে নীল নকশার অংশ হিসেবে একতরফা নির্বাচনের ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উস্কানি দেয়া। এর পরিণতি হবে ভয়াবহ। যা রাষ্ট্রকে বিপজ্জনক হুমকির দিকে নিয়ে যাবে।

‘তফসিল ঘোষণার পর সংঘাত-সংঘর্ষ ও রক্তপাতের সকল দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে। এই আত্মঘাতী খেলা থেকে সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া