adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২৫০ বার ইসরায়েলি বোমা হামলা: ডব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৩৫ দিন ধরে টানা নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ সময়ে সেখানকার হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সের ওপর অন্তত ২৫০ বার বোমা হামলা চালানা হয়েছে। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস একথা বলেছেন। সূত্র : এপি

শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ডব্লিউএইচওর মহাপরিচালক। সেখানে তিনি বলেন, ‘এই মুহূর্তে, এখানে আমরা যে বৈঠক করছি; এই সময়েও গাজার আল শিফা এবং রানতিসি হাসপাতালের বাইরে গোলাগুলি চলছে। ফিলিস্তিনের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্ষরিক অর্থেই বন্দুক-ট্যাঙ্কের নলের সামনে থাকা অবস্থায় আহতদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন।’

গেব্রিয়েসুস জানান, গাজা উপত্যকায় হাসপাতাল ছিল মোট ৩৬টি এবং আরও ৮০টি স্বাস্থ্য কেন্দ্র ছিল। কিন্তু এসব হাসপাতালের অন্তত অর্ধেক এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুই তৃতীয়াংশই এখন আর কার্যকর অবস্থায় নেই।

গত সপ্তাহে গাজার অন্তত ৫টি হাসপাতালে হামলা চালানো হয়েছে এবং গত ৪৮ ঘণ্টার হামলায় বিভিন্ন হাসপাতালের অন্তত ৪৩০টি শয্যা ধ্বংস হয়েছে। সেখানকার স্বাস্থ্যকর্মীরা নিজেদের সামর্থের বাইরে গিয়ে হতাহতদের চিকিৎসাসেবা দিচ্ছেন।’

গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। এতে ১২০০ ইসরায়েলি নিহত হন। এ সময় হামাস যোদ্ধারা সেনাসহ ২৪২ ইসরায়েেিক জিম্মি হিসেবে আটক করে গাজায় নিয়ে যান।

আকস্মিক এই হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় ভয়াবহ পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে। উপরন্তু ২৭ অক্টোবর থেকে উপত্যকায় অভিযানে নেমেছে ইসরায়েলের স্থলবাহিনীও। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১১ হাজার ৭৮ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু, ৩ হাজার ২৭ জন নারী এবং ৬৭৮ জন বয়স্ক লোক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া