adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির তহবিল পেতে ফ্রান্সে ‘ভুয়া ম্যাচ’ আয়োজনের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: মাঠে খেলা নেই, কোনো কার্যক্রম নেই অথচ অনলাইনে দেখা মিলে সেই ম্যাচের স্কোরকার্ডের। ফ্রান্সের নারী ক্রিকেটে এমন ঘটনা ঘটছে বলে এমন অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ফ্র্যান্সের সাবেক ক্রিকেটার এবং বোর্ড কর্মকর্তা ট্রেসি রদ্রিগেজের তদন্তের পর স্টিং অপারেশনে এমন তথ্য খুঁজে পেয়েছে ফ্র্যান্স২৪। যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। আইসিসি জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে।

২০২১ সালে রদ্রিগেজ বোর্ড কর্তা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে নারীদের ভুয়া ম্যাচ হচ্ছে এমন সন্দেহের পর চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করেন। বোর্ড থেকে বলা হয়েছে ম্যাচ আয়োজিত হচ্ছে তবে তা নিয়ে প্রায়শই তার সন্দেহ ছিল। বেশ কয়েকবার মাঠে গেলেও কোনো কার্যক্রম খুঁজে পাননি।
ফ্রান্স২৪কে রদ্রিগেজ বলেন, ‘দুই-তিনবার গিয়েছি (ম্যাচের দিন)। কিন্তু গিয়ে দেখি লোকজন পিকনিক করছে, ম্যাচের সময় বাচ্চারা সাইকেল চালাচ্ছে (মাঠে)। পরের দিন ম্যাচের ফল দেখেছি অনলাইনে।

রদ্রিগেজের মতো একই কাজ করেছে ফ্র্যান্স২৪ও। তবে মাঠে তারা কোনো প্রকার ম্যাচের নমুনা খুঁজে পায়নি। উত্তর প্যারিসে তারা একবার নারীদের সেকেন্ড ডিভিশনের ম্যাচ দেখতে গিয়েছিল। তবে সেখানে ম্যাচ আয়োজিত হতে দেখা যায়নি। যদিও তিনদিন বাদে অনলাইনে সেই ম্যাচের স্কোর কার্ডের সন্ধান মেলে।
মূলত আইসিসির অনুদান পেতে ফ্র্যান্স ক্রিকেট এমন কা- ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আপনি নারী ক্রিকেট এবং জুনিয়র পর্যায়ে কতটা দায়বদ্ধতা দেখাচ্ছেন সেটির উপর নির্ভর করে আইসিসি থেকে কতটা অনুদান পাবেন। ফ্র্যান্সের ক্রিকেটের ৬০-৭০ শতাংশ আইসিসি বহন করে থাকে। ক্রিকফ্রেঞ্জি
২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে ফ্র্যান্স ক্রিকেটের বাজে ৫ লাখ ২০ হাজার ডলারের মধ্যে আনুমানিক ৩ লাখ ২০ হাজার ডলার হবে। যার অর্ধেকই কিনা নারী ও জুনিয়রদের ক্রিকেটে ব্যয় করার পর আইসিসি থেকে দেয়া হয়ে থাকে। অথচ ফ্রান্স২৪ এর দাবি, সেখানে কোনো ম্যাচই আয়োজিত হচ্ছে না। প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে হবে দেশটির ক্রিকেট বোর্ডকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া