adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনের ফল- আওয়ামী লীগ ৮, বিএনপি ৪

ডেস্ক রিপোর্ট : কেন্দ্র দখল ও জালভোটের উতসব-অভিযোগ নিয়ে ষষ্ঠ ও শেষ দফায় ১২টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আটটিতে আর বিএনপি সমর্থিত প্রার্থী চারটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মনিরুজ্জামান মিন্টু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তবে এ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপি সমর্থিত মোতাহার হোসেন তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামী লীগ সমর্থিত তানভির ভূইয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে এ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আগেই ভোটবর্জনের ঘোষণা দেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত আবদুল মতিন চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে কেন্দ্র দখল ও জালভোট উৎসবের প্রতিবাদে আগেই ভোটবর্জন করেন বিএনপি প্রার্থী।
রংপুরের পীরগাছায় বিএনপি সমর্থিত প্রার্থী আফসার আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সরোয়ার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত আবদুর রউফ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রংপুর সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নাসিমা জামান ববি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রংপুরের গংগাচরা উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত কাজী সাইফুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত ইজাদুর রহমান মিলন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের বাসাইলে বিএনপি সমর্থিত কাজী শহিদুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনের কারণে সংশ্লিষ্ট উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া নির্বাচনী এলাকায় অনুমোদনহীন যানবাহনের ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করছিল।
 রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলী; রাজবাড়ীর কালুখালী; গাজীপুর সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর; কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ। তবে এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শুধু চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ ধাপে মোট ১৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন। ১২টি উপজেলায় মোট ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৫ হাজার ৮৭ জন। নারী ভোটার ৯ লাখ ৩০ হাজার ৪৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৪৬টি, মোট ভোট কক্ষের সংখ্যা চার হাজার ৯৩০টি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া