adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতের জালে জর্ডানের ৮ গোল

jordanহুমায়ুন সম্রাট : এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবল (গ্র“প- বি) এর বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় বড় জয় পেয়েছে জর্ডান। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ৮-১ গোলে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেয় জর্ডানের মেয়েরা। বাছাই পর্বে এটি জর্ডানের প্রথম জয়। উল্লেখ্য, গত ১৫অক্টোবর স্বাগতিক বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছিলো জর্ডান। জর্ডানের কাছে এ পরাজয়ের ফলে টানা তৃতীয় ম্যাচ বড় ব্যবধানে হারের স্বাদ পেল সংযুক্ত আরব আমিরাত। প্রথম ম্যাচে ৯-০ গোলে ইরানের কাছে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েদের কাছে ৬-০ গোলে হারে আমিরাত। ফলে তিন ম্যাচে ২৩টি গোল হজম করলো  মধ্যপ্রাচ্যের দলটি। শান্তনা স্বরুপ প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে মাত্র একবার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরু থেকেই গোলের সংযুক্ত আরব আমিরাতের সিমানায় আক্রমন করে খেলতে থাকে জর্ডান এর মেয়েরা। ১২মিনিটে লিন ইয়াসিন এর গোলে এগিয়ে যায় জর্ডান। ৪৪মিনিটে আমনা আত্বঘাতি গোল করলে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পরে আমিরাত। বিরতীর পর হাফ ডজন গোল করে জর্ডান। জর্ডানের পক্ষে ৫২মিনিটে নুর মাহমুদ, ৫৭মিনিটে তাসনিম মোহাম্মদ, ৬৬ ও ৭৬ মিনিটে দুটি গোল করেন তাসনিম। ৬৮মিনিটের জর্ডানের হয়ে গোল করেন দলীয় অধিনায়ক রুনা মাজিন। ৭১মিনিটে দলের পক্ষে ৮ম গোলটি করেন বদলী খেলোয়াড় ইয়াসমিন জাবিন। আমিরাতের পক্ষে খেলার অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন নাইমা ইব্রাহিম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া