adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসান রাজার দাবি ভিত্তিহীন, ভারত কোনো প্রতারণা করছে না: ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা দাবি করেছেন, বিশ্বকাপে প্রতারণা করছে ভারত। তাদের বোলারদের বিশেষ বল দিচ্ছে আইসিসি ও বিসিসিআই। ফলে বাড়তি সুবিধা পাচ্ছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাশপ্রীতি বুমরাহরা। এতে প্রচুর সুইং পাচ্ছেন তারা।

তবে রাজার দাবি উড়িয়ে দিয়েছেন দেশটির কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। তিনি বলছেন, তার এ মন্তব্যের কোনও ভিত্তি নেই। নিছকই কৌতুকের ছলে এসব কথা বলা হয়। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নিজেদের সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫৮ রানের পাহাড় সমান সংগ্রহ গড়ে ভারত। জবাবে মাত্র ৫৫ রানে গুঁড়িয়ে যায় লঙ্কানরা। ওই ম্যাচে শামি ৫টি এবং সিরাজ ৩ উইকেট শিকার করেন।

এরপর পাকিস্তানি নিউজ চ্যানেল এবিএনকে রাজা বলেন, ভারত ব্যাটিং করলে প্রতিপক্ষের বোলার কোনও সুবিধা পাচ্ছে না। কিন্তু ভারতীয় পেসাররা বোলিং শুরু করলেই বাড়তি সিম ও সুইং পাচ্ছে।

তিনি বলেন, গত ৭ ম্যাচে ৭-৮টি ডিআরএসের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে। শামি ও সিরাজ যেভাবে সুইং করিয়েছে, তাতে মনে হচ্ছে আইসিসি ও বিসিসিআই তাদের আলাদা বল দিয়েছে। দ্বিতীয় ইনিংসের বল সন্দেহজনক। সেটা পরীক্ষা করে দেখা উচিত। বলের একপাশ ভারী রাখতে অতিরিক্ত চামড়া থাকতে পারে। সেসব তদন্ত করা দরকার।
জবাবে ওয়াসিম বলেন, আমি কয়েক দিন ধরে এটা পড়ছি। যেটা খেয়ে এরকম মজা করা হচ্ছে, আমিও সেটা খেতে চাই। কারণ, তাদের মাথা ঠিক নেই। আপনারা নিজেদের অপমান করছেন। সেই সঙ্গে গোটা বিশ্বের সামনে আমাদেরও লজ্জায় ডোবাচ্ছেন।

ম্যাচের আগে বল হস্তান্তর প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ১২টি বলের বাক্স নিয়ে আসেন চতুর্থ আম্পায়ার। যে দল প্রথমে বোলিং করে, তারা সেই আম্পায়ারের কাছ থেকে ২টি বল নেয়। সেখানে রেফারি উপস্থিত থাকেন। এর মধ্যে ১টি বল ফিল্ড আম্পায়ার বোলারকে দেন। আর ১টি নিজের পকেটে রাখেন। প্রথম বলটি নষ্ট হলে দ্বিতীয়টি বের করে বোলারকে দেন বোলিং করার জন্য।

সুইং অব সুলতান আরও বলেন, পরে বোলিং করা দলও একই প্রক্রিয়ায় বল নেয়। ফলে এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্বের কোনও ভিত্তি নেই। আসলে এসব বোলার নিজেদের দক্ষতার উন্নতি করেছে। এজন্য তাদের প্রশংসা করা উচিত। অর্থাৎ শামি-সিরাজ-বুমরাহর স্কিল বেড়েছে। এতে প্রতারণার কোনও স্থান নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া