adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লংমার্চ নয়, গাড়িমার্চ করছে বিএনপি : নাসিম

নিজস্ব প্রতিবেদক : দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে বিএনপি লংমার্চের নামে গাড়ি মার্চ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপিকে বিদ্রুপ করে নাসিম বলেন, তাদের নেত্রী দিল্লীতে গিয়ে তিস্তার কথা বলতে ভুলে যান। তাই তাদের তিস্তা নিয়ে লংমার্চ সাজে না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি দেশের সাধারণ জনগণের জন্য লংমার্চ করছে না। জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ না করার হতাশা ও কর্মীদের অনুপ্রেরণা দেয়ার জন্যই এই কর্মসূচি। ১৪ দলের পূর্ব ঘোষিত তিনদিনের কর্মসূচি সম্পর্কে নাসিম বলেন, ‘আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল যথাক্রমে খুলনা, সাভার (ঢাকা) ও ময়মনসিংহে কেন্দ্রীয় চৌদ্দ দল বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। 
তিনি বলেন, ‘আজকের বৈঠকে তিস্তার পানির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। দ্বিপীয় আলোচনার বিষয়। বিএনপি এই পানি বণ্টন নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তাদের অপচেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, ‘গত সরকারের সময় শেখ হাসিনার নেতৃত্বে তিস্তা চুক্তি প্রায় হতে চলছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও একজন মূখ্যমন্ত্রীর অনমনীয় মনোভাবের কারণে তা সম্ভব হয়নি। তবে ১৪ দল মনে করে নির্বাচনের (ভারতের) পর দুই দেশের মধ্যে দ্বিপীয় আলোচনার মধ্য দিয়ে তিস্তা নিয়ে ইতিবাচক সমাধান হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ডা. দিপু মনি,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তপর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ খান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া